রুমালে মুখ ঢাকলে করোনা থেকে রেহাই পাবেন? শুনুন বিশেষজ্ঞের মতামত
Continues below advertisement
করোনাভাইরস নিয়ে আরও সচেতন হওয়ার ওপর জোর দিচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ দেবাশিস সাহা। তিনি বলছেন, ভিড় ট্রেনে বা বাসে মাস্ক না থাকলে, রুমাল দিয়ে মুখ ঢাকাই সঠিক সিদ্ধান্ত। বয়স্ক মানুষ, যারা ডায়াবেটিস এবং অন্যান্য রোগে ভুগছেন, তাঁদের বিশেষ করে সতর্ক থাকা দরকার। তাঁরা যেন বিনা প্রয়োজনে বাড়ি থেকে না বেরোন। বেশি করে ফল ও সবজি এই সময় খাওয়া উচিত। ডায়াবেটিস রোগীরা যাতে নিয়মিতভাবে ওষুধ খান, সেদিকে নজর রাখতে হবে।
Continues below advertisement
Tags :
Medicine Specialist Dr. Debashish Saha Coronavirus In India Coronavirus Symptoms Coronavirus Update India Abp Ananda Coronavirus Covid-19