Moderna Vaccine: করোনা মোকাবিলায় এবার ভারতে আসছে মডার্নার ভ্যাকসিন, ৪ সপ্তাহের ব্যবধানে নিতে হবে ২টি ডোজ
কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিকের পর আসছে মডার্নার ভ্যাকসিন। করোনা মোকাবিলায় এবার ভারতে আসছে মডার্নার ভ্যাকসিন। জরুরি ভিত্তিতে মডার্নার ভ্যাকসিন ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে। মডার্নার ভ্যাকসিন আমদানি করতে সিপলাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। '৪ সপ্তাহের ব্যবধানে নিতে হবে মডার্না ভ্যাকসিনের ২টি ডোজ। ৩০ দিন পর্যন্ত এই ভ্যাকসিন ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে। -২০ ডিগ্রি তাপমাত্রা ৭ মাস এই ভ্যাকসিন সংরক্ষণ করা সম্ভব। ভারতে মডার্না ভ্যাকসিনের কোনও ট্রায়াল প্রয়োজন নেই। নজরে রাখা হবে মডার্নার টিকা নেওয়া প্রথম ১০০ জনকে। কথা চলছে ফাইজারের সঙ্গেও' জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
এছাড়াও খুব তাড়াতাড়িই ভারতের মাটিতে চলে আসছে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ কোভিড ভ্যাকসিন জানসেন। এমনটাই জানিয়েছেন সংস্থার ভারতীয় মুখপাত্র। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিআই)-র নতুন নির্দেশ অনুযায়ী এখন আর দীর্ঘায়িত ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন হয় না। তাই জনসন অ্যান্ড জনসন সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যে ভারত সরকারের সঙ্গে আলোচনা গতি পেয়েছে যাতে দ্রুত ভারতে সিঙ্গল ডোজ কোভিড ভ্যাকসিন সরবরাহ করা যায়।