Diabetes Type 1 Type 2 I কোন ধরনের মধুমেহর কী চিকিৎসা।

Continues below advertisement

ডায়াবেটিস অন্যতম কমন ক্রনিক অসুখ যা সরাসরি প্রাণঘাতী না হলেও দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে খারাপ ভাবে প্রভাবিত করে। ডায়াবেটিস (Diabetes)বা মধুমেহ কিডনির কার্যকারিতায় ক্ষতি করে । সরাসরি ক্ষতি করে দৃষ্টিশক্তির।  ডায়াবেটিসকে অনেক ক্ষেত্রেই সায়লেন্ট কিলার হিসেবেও ধরা হয়।  ডায়াবেটিসে একজন মানুষের জীবনযাত্রা অনেক ক্ষেত্রে বদলে যায়। তার খাদ্যতালিকায় বিশেষ বদলাতে হয় পরিবর্তন আনা প্রয়োজন তার জীবনচর্যাতেও। ডায়াবেটিস কত রকমের । কোন মধুমেহর কেমন চিকিৎসা। জানাচ্ছেন , ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram