Silent Heart Attack : জানতেই পারলেন না, হয়ে গেল হার্ট অ্যাটাক , সায়লেন্ট অ্যাটাকে হয় মৃত্যুও!
Continues below advertisement
হঠাৎ করে হার্ট অ্যাটাক ( Heart Attack ) । হয়ত যাঁর অ্যাটাক হল, তিনি বুঝতেও পারলেন না। উপসর্গ (Symptoms) হল, বুকে যন্ত্রণা (Chest Pain) হল। চলেও গেল। রোগী বুঝলেনও না তাঁর হৃদযন্ত্রে বড় সমস্যা পাকিয়ে গিয়েছে। কারও হার্ট অ্যাটাক হয়েছে অথচ তিনি নিজেই বুঝতে পারেননি, এমন ঘটনা ঘটে কিন্তু হামেশাই। এভাবে অজান্তেই চলে আসতে পারে মৃত্যুও। কী লক্ষণে বুঝবেন ? কী করবেন এমন হলে? বিস্তারিত আলোচনা করলেন অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের (Apollo Multi Speciality Hospital) বিশিষ্ট চিকিৎসক অর্পন চক্রবর্তী (Dr. Arpan Chakraborty)।
Continues below advertisement