Arthritis: বাতের ব্যথা বুঝবেন কীভাবে? চিকিৎসায় সারে? আপনার প্রশ্ন, ডাক্তারবাবুর উত্তরে

Continues below advertisement

বাতের ব্যথা বা আর্থ্রাইটিস (arthritis)। শুধু বয়স্কদের অসুখ নয় কিন্তু। বাতের ব্যথা (arthritis pain)হতে পারে শিশুরও। আর অবহেলায় জটিলতা বেড়ে যায় তলে তলে। কিন্তু বুঝবেন কী করে কোনটা বাতের ব্যথা আর কোনটা নয়। হলেই বা কোন ডাক্তারের কাছে যাবেন। কী চিকিৎসা। এবিপি লাইভের সোশ্যাল প্ল্যাটফর্মে এমন অনেক প্রশ্ন পাঠিয়েছেন আপনারা। আর তাই নিয়ে আবার 'আপনার প্রশ্ন, ডাক্তারবাবুর উত্তর'। বিষয় - বাতের কষ্ট, হাঁটুর ব্যথা। উত্তর দিলেন চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় (Dr Suddhasatwya Chatterjee , rheumatologist)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram