একান্ত প্রয়োজন ছাড়া করোনা ভাইরাস আক্রান্ত দেশে যাত্রা নয়, ফের ট্রাভেল অ্যাডভাইসরি জারি কেন্দ্রের

Continues below advertisement
দাবানলের মতো ছড়াচ্ছে  করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে সাতজনের শরীরে মিলেশে করোনার ভাইরাস। নয়ডায় পাঁচজনের স্বাস্থ্যপরীক্ষা হয়েছে।
বাড়ছে করোনা আতঙ্ক, আক্রান্ত আরও ৭। আক্রান্ত সন্দেহে পটনা, লখনউ, ফৈজাবাদের আরও ৩। ‘খুব প্রয়োজন না হলে করোনা আক্রান্তে দেশে ভ্রমণ নয়’, ফের ট্রাভেল অ্যাডভাইসরি জারি করল কেন্দ্র। ‘ইতালি, ইরান, জাপান, দঃ কোরিয়া’, ৪ দেশ থেকে আসা পর্যটকদের ভিসা সাসপেন্ড। ৩ মার্চের আগে দেওয়া ভিসা স্থগিত রাখল দিল্লি। নোভেল করোনা ভাইরাস আতঙ্ক বিহারেও। মালয়েশিয়া ফেরত মহিলার রক্ত পরীক্ষা কলকাতায়। পটনা থেকে রক্ত পাঠানো হল কলকাতার ল্যাবরেটরিতে। ফৈজাবাদে দুবাই ফেরত একজনকে ঘিরে সন্দেহ। রাখা হল লোকবন্ধু হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। ‘উত্তরপ্রদেশে ৬জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ। ইতালি-ফেরত একজনের শরীরে করোনা ভাইরাস।’ করোনা নিয়ে দাবি উত্তরপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রীর। জয়পুরেও একজনের শরীরে করোনা ভাইরাস। করোনা আতঙ্কে নয়ডার ২টি স্কুল বন্ধ।
করোনা-মোকাবিলায় কী কী বিষয়ে আগাম সতর্কতা প্রয়োজন, জানালেন চিকিৎসক  শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় |
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram