Tomato Flu: মাঙ্কি ফ্লু-র পর এবার টম্যাটো ফ্লু, দক্ষিণ ভারতে আক্রান্ত শতাধিক শিশু।Bangla News

Continues below advertisement

মাঙ্কি ফ্লু-র পর এবার টম্যাটো ফ্লু, ভাইরাল জ্বর নিয়ে উদ্বেগ। দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে টম্যাটো ফ্লু-তে আক্রান্ত শতাধিক শিশু। ওড়িশায় ২৬ জন শিশু টম্যাটো ফ্লু পজিটিভ, কেরলে ৮০ জন শিশু পজিটিভ। টম্যাটো ফ্লু-র উপসর্গ জ্বর, গায়ে ফোস্কা পরার মত র‍্যাশ। পেট ব্যথা, বমি, ডায়েরিয়া সঙ্গে নাক দিয়ে জল পড়া, সর্দি-কাশি। টম্যাটো ফ্লু মূলত শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। বাংলায় বেশ কয়েকজন শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল, দাবি চিকিৎসকদের। প্রাণঘাতী নয়, উপসর্গ থাকে ৩ থেকে ৫ দিন, দাবি চিকিৎসকদের। হাসপাতালে ভর্তির প্রয়োজন খুব কম জনের ক্ষেত্রেই পড়ে, দাবি চিকিৎসকদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram