Yoga Day 2024 : নীরোগ হোক শরীর, যোগাভ্যাসে থাক মন; জীবন কীভাবে চলবে ছন্দে, কীভাবে বাঁচবেন আনন্দে ?

Continues below advertisement

International Yoga Day 2024 : স্থিরম, সুখম, আসনম। নিরোগ থাকতে গেলে যোগাভ্যাস প্রত্যহ কর্তব্য। আর এ অভ্যাস ছেড়ে দিলে চলবে না। শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে সরাসরি যোগ রয়েছে যোগের। অস্থিসন্ধিকে ভাল রাখতে, মনকে ভাল রাখতে নিয়মিত যোগাভ্যাসের জুড়ি মেলা ভার। কীভাবে করবেন ? কারা করবেন ? কোন কোন যোগাসন কখন করতে হবে ? দুরারোগ্য ব্যাধির নিরাময় কি যোগাসনে সম্ভব ? যোগাভ্যাসে ফ্রি হ্যান্ডের গুরুত্বই বা কী ? এবিপি লাইভে একান্ত সাক্ষাৎকারে বিশেষ টিপস হাওড়া শিবপুর যোগ অঙ্গনের শিক্ষক সৌরভশেখর কুণ্ডুর। বিশ্ব যোগ দিবসের ঠিক প্রাক-মুহূর্তে এই পরামর্শে ভাল হোক দর্শকদের। সুস্থ থাকার জন্য মানুষের যে লড়াই, মনের সঙ্গে শরীরের যোগে হাতিয়ার হোক যোগাভ্যাস। সুস্থ থাকুন। সবাই, বাঁচুন আনন্দে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram