Mobile Hacking Phobia: অনলাইন কাজকর্ম থেকে পালিয়ে বেড়াচ্ছেন? হ্যাকিং ফোবিয়া কাটাবেন কীকরে?

Continues below advertisement

সাইবার ইনসিকিউরিটি সারা বিশ্বের বিভিন্নরকম ভীতির মধ্যে প্রথম পাঁচের মধ্যেই পড়ে। অষ্ট্রেলিয়ার একটি গবেষণায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। মানুষ যেমন আরশোলা, সাপ, উচ্চতা নিয়ে ভয় পায়, তেমনই বড় সংখ্যক মানুষ ভয় পাচ্ছেন হ্যাকড হয়ে যাওয়ার। একেই বলে সাইবার ইনসিকিউরিটি বা হ্যাকার ফোবিয়া। তাতেই বোঝা যাচ্ছে, ২১ শতকে আমরা যত ডিজিট্যাল মাধ্যমের উপর নির্ভরশীল হচ্ছি, ততই আমাদের মাথায় চেপে বসছে ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার আশঙ্কা। তবে সেটা যদি শুধু হাল্কা দ্বিধাতেই সীমাবদ্ধ হত, তবে হয়ত চিন্তার কিছু থাকত না। কিন্তু এর শিকড় আরও গভীতে বিছিয়ে চলেছে। ভয় হচ্ছে - 

- আপনি ফোনে কথাও বলছেন না, তখন সেই  অবস্থাতেও কি আপনি হ্যাকারদের নজরে ? 
- আপনার ফোন মেমরিতে সেভ করে রাখা তথ্যও কি চুরি হয়ে যেতে পারে ? 
- আপনি ফেসবুকে কোনও মজার গেম বা কনটেস্টে পার্টিসিপোট করতে গিয়েও কী ফতুর হয়ে যেতে পারেন ?
- কোনও আকর্ষণীয় অফার আপনার মোবাইলে এলে কি আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন ? 
- আপনার ডেবিট কার্ডের মারফত কি ফোন থেকে কেনাকাটা নিরাপদ ? 
- মোবাইলে কোনও ব্যাঙ্কের অ্যাপ রাখা নিরাপদ তো? 

এই ভয় কাটাবেন কীভাবে, কনসাল্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সৃষ্টি সাহার সঙ্গে আলোচনায় উঠে এল বিস্তারিত তথ্য। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram