অন্ধ্রপ্রদেশে ফের দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস, আহত ১০, শুরু রাজ্য-রেলমন্ত্রক তরজা
Continues below advertisement
ফের দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস। বেঙ্গালুরু থেকে কলকাতায় ফেরার পথে, অন্ধ্রপ্রদেশের শ্রী কাকুলামে বাস উল্টে আহত ১০ জন শ্রমিক। আহতরা হাসপাতালে ভর্তি। অন্যদিকে, পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফেরাতে ৪১টি শ্রমিক স্পেশাল ট্রেনের আবেদন জানিয়েছে মহারাষ্ট্র সরকার। যদিও উমপুন-পরবর্তী পরিস্থিতিতে এখনই শ্রমিকদের ফেরাতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার। এনিয়ে দুই রাজ্যের কোর্টেই বল ঠেলল রেল মন্ত্রক। দুই রাজ্যকে কথা বলে সমস্যা মেটানোর অনুরোধ করেছে তারা।
Continues below advertisement
Tags :
Accident In AP Migrant Workers Accident Coronavirus In India Migrant Workers Andhra Pradesh Road Accident Accident Abp Ananda Lockdown