১০টায় সারাদিন: 'ভাইপো'-র নাম বলুন, বিজয়বর্গীয়কে চ্যালেঞ্জ তৃণমূলের, আসছে অনুব্রত-র ভ্যাকসিন, খোঁচা সায়ন্তনের
Continues below advertisement
'ভাইপো'-র নাম বলুন, কৈলাস বিজয়বর্গীয়কে চ্যালেঞ্জ তৃণমূলের। কটাক্ষের সুরে তৃণমূলকে জবাব বিজেপির। মোদি-অমিত শাহ বাইরের লোক হলে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান কোথাকার, তৃণমূলের বহিরাগত আক্রমণের প্রেক্ষিতে দিলীপ ঘোষ। আরও একবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। খাস কলকাতার দুই প্রভাবশালী নেতা সাধন পাণ্ডে ও পরেশ পাল ফের একবার জড়িয়ে পড়লেন নিজেদের মধ্যে বাগযুদ্ধে। আমন্ত্রণ বিতর্কে বিজেপির বিজয়া সম্মিলনী বয়কট শোভন চট্টোপাধ্যায়ের। কারও ফোন পাইনি দাবি বৈশাখীর। অনুব্রতর মতো ভাইরাসের জন্য খুব তাড়াতাড়ি ভ্যাকসিন আসছে, দিলীপ ঘোষকে ভাইরাস বলায় অনুব্রতকে নিশানা সায়ন্তন বসুর। কোচবিহারের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীকে দলে আহ্বান বিজেপির। স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক বলে প্রশংসা। দিবাস্বপ্ন কটাক্ষ তৃণমূলের। মেলেনি মিহির গোস্বামীর প্রতিক্রিয়া। কসবা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত পেট্রল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব। চারটি মোটরসাইকেলে ১২ জন দুষ্কৃতী এসে তাণ্ডব চালিয়েছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজে সামনে এসেছে সেই ছবি। পেট্রল পাম্পের ম্যানেজার রঞ্জন জানাকে বেধড়ক মারধর করা হয়। একবালপুরে তরুণীকে খুনের কিনারা। ঘটনায় তরুণীর প্রেমিক ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দম্পতির বাড়ি পাশেই উদ্ধার হয় তরুণীর বস্তাবন্দী দেহ। দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজো। চন্দননগর, কৃষ্ণনগর থেকে কলকাতা, অষ্টমীতে উপচার মেনেই দেবী বন্দনা। মেঘ কাটতেই ফের শীতের আমেজ, কলকাতায় পারদ ১৯ ডিগ্রির ঘরে।
Continues below advertisement