করোনায় আক্রান্ত প্রৌঢ়ের অবস্থা সঙ্কটজনক, এগরায় বিয়েবাড়িতে উপস্থিত আমন্ত্রিতদেরও স্বাস্থ্যপরীক্ষা

Continues below advertisement
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে প্রায় একশো বেড়ে পৌঁছল ৮৬১-এ। করোনায় আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৮। এদিকে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১০। এর মধ্যে পিয়ারলেসে ভর্তি প্রৌঢ়ের অবস্থা আশঙ্কাজনক। রক্তচাপ, কিডনি সমস্যা-সহ মাল্টি অর্গান ফেলিওরের দিকে তিনি ক্রমশ এগোচ্ছিলেন তিনি। যদিও নতুন এক ওষুধ প্রয়োগে তা ঠেকানো সম্ভব হবে বলে আশা চিকিৎসকদের। এগরায় যে বিয়েবাড়িতে তিনি আমন্ত্রিত ছিলেন, সেখানকার মানুষদের সংক্রমণের আশঙ্কা বাড়ায় তাঁদের স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ১৩ জনকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। আক্রান্তের পরিবারের চার সদস্যকেও হোম কোয়ারেন্টিন থেকে আনা হল হাসপাতালে। ভর্তি হয়েছেন আক্রান্তের সংস্পর্শে আসা আরেক জনও। পাঁচ জনের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। ভুল তথ্যযুক্ত তথ্য ফেসবুকে শেয়ার করা অপরাধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে বিজেপি নেতা অনুপরম হাজরার বিরুদ্ধে। রিকশা চালকদের খাবার বিতরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram