করোনায় রাজ্যে মৃত ৪৮, মুখ্যমন্ত্রী-রাজ্যপাল তরজা-- সকালের হেডলাইন্স
Continues below advertisement
১। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত বেড়ে ৪৮। গত ৪৮ ঘণ্টায় মৃত ১৫ জন। গত ৪৮ ঘণ্টায় নতুন করে পজিটিভ ১২৭ জন। সুস্থ আরও ৬০।
২। করোনা যুদ্ধে জয়ী ১৭ জন মহিলা সহ ৪২। এম আর বাঙুর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ৪০ জন। দু সপ্তাহ থাকতে হবে হোম কোয়ারেন্টিনে।
৩। ফের করোনা সংক্রমণ এনআরএসে। পজিটিভ ১৩ জন রোগী। আক্রান্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের শিক্ষক-চিকিৎসক। কোয়ারেন্টিনে সংস্পর্শে আসা ১৮ চিকিৎসক।
৪। রাজ্যপালের ভাষা অপমানজনক। সাংবিধানিক বাস্তবতা না মানতে পারলে আপনার উচিত, নিজের চেয়ার ছেড়ে আমার চেয়ারে বসা। ধনকড়ের চিঠির পাল্টা ১৩ পাতার চিঠি মুখ্যমন্ত্রীর।
৫ রাজ্যপালের ক্ষমতা সীমাবদ্ধ। সুপ্রিম কোর্টের একাধিক রায় উল্লেখ করে বার্তা মমতার। অনেক কিছু বুকে চেপে রেখেছি। এবার মনে হচ্ছে বাইরে বার না করে উপায় নেই। পাল্টা ট্যুইট ধনকড়ের।
৬। ফের রাজ্যপাল-শাসক সংঘাত। স্বাস্থ্য বুলেটিনে আক্রান্ত ৫৭২, অথচ কেন্দ্রের কাছে পাঠানো তথ্যে ৯৩১। মিলছে না দুটো সংখ্যা। আক্রমণ ধনকড়ের। মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্তের চেষ্টা। পাল্টা তৃণমূল।
৭। নির্ধারিত পরিমাণের থেকে রেশনে কম জিনিস দেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের সালারে রেশন দোকানে আগুন, ডিলারের বাড়িতে ইটবৃষ্টি। লালগোলাতেও বিক্ষোভ।
৮। প্রধানমন্ত্রী যোজনায় দুঃস্থদের বিনামূল্যে রেশন পাওয়ার ব্যবস্থা করুক রাজ্য। দুর্নীতি বরদাস্ত নয়। বিবৃতি রাজ্যপালের। বিজেপির দেওয়া তথ্য তুলে ধরছেন ধনকড়। পাল্টা জ্যোতিপ্রিয়।
এসব আরও খবর -- সকালের হেডলাইন্স
২। করোনা যুদ্ধে জয়ী ১৭ জন মহিলা সহ ৪২। এম আর বাঙুর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ৪০ জন। দু সপ্তাহ থাকতে হবে হোম কোয়ারেন্টিনে।
৩। ফের করোনা সংক্রমণ এনআরএসে। পজিটিভ ১৩ জন রোগী। আক্রান্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের শিক্ষক-চিকিৎসক। কোয়ারেন্টিনে সংস্পর্শে আসা ১৮ চিকিৎসক।
৪। রাজ্যপালের ভাষা অপমানজনক। সাংবিধানিক বাস্তবতা না মানতে পারলে আপনার উচিত, নিজের চেয়ার ছেড়ে আমার চেয়ারে বসা। ধনকড়ের চিঠির পাল্টা ১৩ পাতার চিঠি মুখ্যমন্ত্রীর।
৫ রাজ্যপালের ক্ষমতা সীমাবদ্ধ। সুপ্রিম কোর্টের একাধিক রায় উল্লেখ করে বার্তা মমতার। অনেক কিছু বুকে চেপে রেখেছি। এবার মনে হচ্ছে বাইরে বার না করে উপায় নেই। পাল্টা ট্যুইট ধনকড়ের।
৬। ফের রাজ্যপাল-শাসক সংঘাত। স্বাস্থ্য বুলেটিনে আক্রান্ত ৫৭২, অথচ কেন্দ্রের কাছে পাঠানো তথ্যে ৯৩১। মিলছে না দুটো সংখ্যা। আক্রমণ ধনকড়ের। মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্তের চেষ্টা। পাল্টা তৃণমূল।
৭। নির্ধারিত পরিমাণের থেকে রেশনে কম জিনিস দেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের সালারে রেশন দোকানে আগুন, ডিলারের বাড়িতে ইটবৃষ্টি। লালগোলাতেও বিক্ষোভ।
৮। প্রধানমন্ত্রী যোজনায় দুঃস্থদের বিনামূল্যে রেশন পাওয়ার ব্যবস্থা করুক রাজ্য। দুর্নীতি বরদাস্ত নয়। বিবৃতি রাজ্যপালের। বিজেপির দেওয়া তথ্য তুলে ধরছেন ধনকড়। পাল্টা জ্যোতিপ্রিয়।
এসব আরও খবর -- সকালের হেডলাইন্স
Continues below advertisement
Tags :
Jagdeep Dhankar COVID-19 India India Fights Coronavius India Fights Corona Coronavirus Update India Abp Ananda Mamata Banerjee