Narendra Modi: 'সরকার চালাতে সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু দেশ চালাতে সহমতের প্রয়োজন', বলছেন মোদি | ABP Ananda LIVE

Continues below advertisement

শুরু হল অষ্টাদশ লোকসভা অধিবেশন। প্রধানমন্ত্রী সহ সাংসদদের শপথবাক্য পাঠ করাচ্ছে প্রোটেম স্পিকার। গরিষ্ঠতা হারিয়ে মোদির মুখে সহমত-রাজনীতি। 'সরকার চালাতে সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু দেশ চালাতে সহমতের প্রয়োজন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সংবিধান অনুযায়ী চলতে চাই', অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরুর আগে বললেন প্রধানমন্ত্রী। 

অষ্টাদশ লোকসভার শুরুতেই মোদি সরকারকে চেপে ধরতে এককাট্টা বিরোধীরা। প্রোটেম স্পিকার ইস্যুতে সংসদ ভবনের বাইরে ইন্ডিয়া জোটের বিক্ষোভ। সংবিধান হাতে বিক্ষোভ সনিয়া-রাহুল সহ বিরোধী সাংসদদের। বিক্ষোভে সামিল তৃণমূল সহ ইন্ডিয়া জোটের সব শরিক। 

'আমাদের দায়িত্ব ভারতের সংবিধান রক্ষা করা। অভিন্ন দেওয়ানী বিধি চালু হয়েছে। দেশের ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে কিনা আমরা জানি না। তাই সরকারকে সংবিধান রক্ষার ব্যাপারে দিশা দেখানোর জন্যই আমাদের এই প্রতিবাদ কর্মসূচি।' দাবি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram