BJP: কংগ্রেস সাংসদের বাড়ি থেকে উদ্ধার ৩৫৪ কোটি, নাড্ডার নেতৃত্বে বিক্ষোভ বিজেপির
Continues below advertisement
ঝাড়খণ্ড, ওড়িশা ও বাংলা জুড়ে ৬ দিনে পড়ল আয়কর তল্লাশি। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাউয়ের অফিস ও গুদাম থেকে উদ্ধার পাহাড় প্রমাণ নোট গোনার পালা চলছে। ইতিমধ্যেই টাকার অঙ্ক ৩৫৪ কোটিতে পৌঁছেছে। এক দফায় আয়কর হানায় এটাই এখনও পর্যন্ত সবথেকে বেশি টাকা উদ্ধার, দাবি আয়কর দফতরের। এ ছাড়া ঝাড়খণ্ড, ওড়িশার ৮ জায়গায় চলছে তল্লাশি। বাড়ির পাশাপাশি সাংসদের পরিবারের হোটেলেও চলছে তল্লাশি। কালো টাকার খোঁজে কলকাতাতেও চলছে তল্লাশি। টাকা উদ্ধারের ঘটনায় কংগ্রেস ও ইন্ডিয়া জোটকে একযোগে তোপ দেগেছে বিজেপি। যদিও কংগ্রেসের বক্তব্য, এর সঙ্গে দলের কোনও যোগ নেই।
Continues below advertisement