ক্লোজ করা হল বিশ্বভারতীর দায়িত্বে থাকা ৪ কনস্টেবলকে
Continues below advertisement
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা ৪ পুলিশ কনস্টেবলকে ক্লোজ করার সিদ্ধান্ত প্রশাসনের। পুলিশের অজ্ঞাতে কনস্টেবলদের অন্য কাজে ব্যবহার করার অভিযোগ। বদল করা হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দেহরক্ষীকেও। উপাচার্যের ব্যক্তিগত দেহরক্ষীকেও অপব্যবহারের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। নতুন ব্যক্তিগত দেহরক্ষী পাঠানো হলেও প্রত্যাখ্যান উপাচার্যের। গতকাল উপাচার্যের দেহরক্ষীকে সরানোর পর মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট করেন রাজ্যপাল। ট্যুইটে রাজ্যপাল লেখেন, এটা ঠিক নয়। যথাযথ পদক্ষেপ করুন। সুরক্ষা দিন। সূত্রের খবর, রাজ্যপালের এই ট্যুইটের পরই চার জন কনস্টেবলকে ক্লোজ করার সিদ্ধান্ত।
Continues below advertisement