৭টায় বাংলা (১): আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে গেল বেলুড়মঠ
আজ রটন্তী কালীপুজো। মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে দক্ষিণেশ্বর মন্দিরে বিশেষ পুজো, সন্ধ্যারতি। গর্ভগৃহ থেকে সরাসরি সম্প্রচার। দক্ষিণেশ্বরে সারা বছর তিনটি বিশেষ কালীপুজো হয়। ফলহারিণী, দীপান্বিতা ও রটন্তী। এগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, রটন্তীকালী পুজো। রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, রটন্তীকালীপুজোর দিন দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতাদের নেমে আসতে দেখেছেন তিনি। অন্যদিকে আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে গেল বেলুড়মঠ। ২৫ মার্চ মঠ বন্ধ হয়েছিল। মাঝে ১৫ জুন বেলুরমঠ খুললেও গত ২ অগাস্ট আবার বন্ধ হয়ে যায়। আর তারপর আবার আজ খুলল। তবে বেলুড়মঠ খুললেও দর্শনার্থীদের জন্য বেশকিছু বিধিনিষেধ থাকছে। বিজেপির (BJP) রথকে টেন স্টার হোটেলের সঙ্গে তুলনা করে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিরিয়ানি, মাংস, পোলাও, কাবাব সবই মেলে বিজেপির রথে। কটাক্ষ তৃণমূল নেত্রীর। বিজেপির রথযাত্রাকে তৃণমূল ভয় পেয়েছে বলে পাল্টা আক্রমণ করেছে বিজেপি।