৭টায় বাংলা: লকডাউনের মধ্যেও হুগলির হরিপালের স্কুলে মাধ্যমিকের মার্কশিট বিলি, ক্ষিপ্ত মধ্যশিক্ষা পর্ষদ
Continues below advertisement
সরকারের নির্দেশ অমান্য করে লকডাউনের মধ্যেও মাধ্যমিকের মার্কশিট বিলি। বিতর্কে হুগলির হরিপালের গুরুদয়াল ইনস্টিটিউশন। মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে একাদশ শ্রেণির ফর্মও বিলি। পর্ষদের নির্দেশ অমান্য করে কীভাবে আজ মার্কশিট? কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মধ্যশিক্ষা পর্ষদের। অন্যদিকে আজ থেকে শুরু সাপ্তাহিক লকডাউন। সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখা গেল পুলিশি তৎপরতার ছবি। একুশের ভোটের আগে তৃণমূলে বড়সড় রদবদল। এবছর বোর্ড পরীক্ষায় শুধু পাশ করলেই এনআইটিতে ভর্তি। জেইই মেইন উত্তীর্ণদের বোর্ডের নম্বরে ছাড়। ৭৫ শতাংশের বদলে এবার পাশ করলেই ভর্তি। ট্যুইট করে জানালেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী।
Continues below advertisement
Tags :
NIT Admission ABP News Live Bengali Madhyamik Marksheet Complete Lockdown Ramesh Pokhriyal ABP Ananda LIVE Corona In Bengal HRD Abp Ananda