৭টায় বাংলা (১): নন্দীগ্রাম দিবস উপলক্ষে একই জায়গায় ভিন্ন সভা, তৃণমূল ছাড়ার হুমকি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
নন্দীগ্রাম দিবস উপলক্ষে একই জায়গায় ভিন্ন সভা। সকালে ভূমি উচ্ছেদ কমিটির ব্যানারে শুভেন্দুর সভা। বিকেলে তৃণমূলের ব্য়ানারে সভায় থাকবেন ফিরহাদ হাকিম-সহ তৃণমূলের নেতা মন্ত্রীরা। শাসকদলের অন্দরে দ্বন্দ্ব ঘিরে কটাক্ষ বিজেপির। তৃণমূল ছাড়ার হুমকি তৃণমূলের বিধায়কের। সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, 'রাজনীতি করতে হলে দল বদল করতে হবে। সংগঠনে রদবদল নিয়ে হুঁশিয়ারি দেন তিনি। দুএকজনের ইচ্ছায় দল চলছে। সংগঠনকে দুর্বল করার চক্রান্ত। সিঙ্গুরে তৃণমূলকে দুর্বল করার চক্রান্ত চলছে। সিদ্ধান্ত বদল না হলে কর্মীদের নিয়ে বৈঠক। আমার বিরুদ্ধে অন্যায় আচরণ করছে বেচারাম।' তাঁর মন্তব্যে নারাজ বেচারাম। 'অন্যদলে যাব কি না আলোচনা করে দেখব।' ফের দলের বিরুদ্ধে বোমা ফাটালেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। সমর্থন বিজেপির। রাতের অন্ধকারে নদিয়ার রানাঘাট পৌরসভার নির্মীয়মান রিসর্টে তাণ্ডব। ভাঙচুর টাইলস, পাথর। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। অন্ডালের বিডিও ঋত্বিক হাজরার বদলি রুখতে ধর্না। বিক্ষোভকারীদের দাবি, বর্তমান বিডিও চলে গেলে কাজের গতি ঢিলে হবে।
Continues below advertisement
Tags :
Rabindranath Bhattacharya ABP Ananda LIVE Nadia Firhad Hakim Abp Ananda BJP TMC Suvendu Adhikari