Corona: সুপ্রিম কোর্টের ৫০ শতাংশ কর্মী করোনা সংক্রমিত, বাড়ি থেকেই শুনানির সিদ্ধান্ত বিচারপতিদের

Continues below advertisement

সংখ্যালঘু ভোট ভাগ না হওয়ার আবেদন থেকে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উত্তরে সন্তুষ্ট নয় কমিশন (Election Commission)। তৃণমূল নেত্রীর প্রচারে আজ রাত ৮টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। প্রতিবাদে আজ বেলা ১২টায় গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন তৃণমূল নেত্রী। 'কমিশনের সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও অসাংবিধানিক', প্রতিবাদে ট্যুইট মমতার। গণতন্ত্রের পক্ষে কালো দিন, আক্রমণ ডেরেকের। নিরপেক্ষ নয় কমিশন, আক্রমণ যশবন্তের। মমতার কণ্ঠ নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ হবে না, আক্রমণ কাকলির। কমিশন আগে সিদ্ধান্ত নিলে ৫ জনের মৃত্যু হত না, পাল্টা বিজেপি (BJP)। কমিশনের নিষেধাজ্ঞা ওঠার পর আজ রাত ৮টার পর বারাসাত ও বিধাননগরে জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'যারা গুলি চালিয়েছিল, তাদের নাম বের করেছি। এসপির সঙ্গে পরিকল্পনা বিজেপির। পরিকল্পনা অমিত শাহের (Amit Shah)। জানতেন মোদিও (Narendra Modi)। সত্য বের করব', শীতলকুচি-কাণ্ডে হুঙ্কার মমতার। শীতলকুচির ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল সেভ ডেমোক্র্যাসি। মোদির বারবার সুর করে 'দিদি' ডাকের প্রতিবাদে অভিযোগ দায়ের বেঙ্গল সিটিজেন ফোরামের। দেশে ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণ। সুপ্রিম কোর্টেও (Supreme Court) করোনার (Corona) কোপ। ৫০ শতাংশ কর্মীই সংক্রমিত। বাড়ি থেকেই শুনানির সিদ্ধান্ত বিচারপতিদের।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram