Women's Day 2021: '৩৬৫ দিনই আমরা লড়াই করছি নিজেদের প্রমাণ করার জন্য'

Continues below advertisement

ঝকঝকে চেহারা। গভীর চোখ। বুদ্ধিদীপ্ত চাউনি। মুখের হাসিতে মুগ্ধতা। সৌন্দর্যে কোনও অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিতে পারেন। অথচ অভিনয় নয়, তানিয়া সান্যাল পেশা হিসাবে বেছে নিয়েছেন ‘আগুন নিয়ে খেলা’! খেলাই তো। তাঁর বয়সী মেয়েরা যখন কেউ সিনেমা বা মডেলিংয়ের জগতে নাম লেখাচ্ছেন, কেউ ছুটছেন কর্পোরেট চাকরির পিছনে, কেউ হয়তো বেছে নিচ্ছেন শিক্ষকতার মতো গতানুগতিক কাজ, তানিয়া তখন ঝাঁপিয়ে পড়েন বিধ্বংসী আগুনের মধ্যে! জীবনরক্ষার তাগিদে। প্রাণ বাঁচানোই যে তাঁর গুরুদায়িত্ব। ভালবাসার কাজও। ছোটবেলায় তাঁর জীবন ছিল আর পাঁচটা মেয়ের মতোই। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে স্বপ্ন দেখতেন নতুন কিছু করে দেখানোর। সেই জন্যেই ‘অগ্নিপরীক্ষা’ দিয়েছিলেন সদ্য যৌবনে পা দেওয়া বাঙালি কন্যা। মাসের পর মাস কঠিন ট্রেনিং, অবশেষে সাফল্য। দেশের প্রথম ফায়ার ফাইটার হিসাবে কর্মরত কলকাতার মেয়ে তানিয়া।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram