Morning Headlines: আজ সকাল ১১টায় সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Bangla News
৫ রাজ্যের ভোটের মুখে আজ সকাল ১১টায় সাধারণ বাজেট। পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। করোনাকালে এবারও পেপারলেস।
সংঘাত আরও তীব্র। ট্যুইটারে রাজ্যপালকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী।
২ বছর ধরে কেন তথ্য ব্লক? মুখ্যমন্ত্রীকে সাংবিধানক কর্তব্য মনে করিয়ে পাল্টা প্রশ্ন রাজ্যপালের। আইনের শাসন ব্লক করা যায় না বলে আক্রমণ।
রাজ্যপালের ইন্ধনে বিজেপির গুন্ডামি, পরপর খুন। সংঘাতের সুর চড়িয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। পেগাসাস দিয়ে রাজভবন থেকে নজরদারির অভিযোগ।
রাজ্যপালের প্রশ্ন থেকে পালাতে চাইছেন, তাই ট্যুইটারে ব্লক। মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণে বিজেপি। সীমানা ভাঙছেন ধনকড়, পাল্টা জবাব তৃণমূলের।
সংঘাত গড়াল সংসদে। রাজ্যপালের অপসারণ চেয়ে সংসদেই রাষ্ট্রপতির কাছে তৃণমূলের দরবার। আটকাতে না পেরে মরিয়া চেষ্টা, খোঁচা বিজেপির।
পেগাসাস নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চায় তৃণমূল। সংসদে আলোচনার সম্ভাবনাই নেই, জানিয়ে দিল কেন্দ্র।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে চারবার খুনের ছক কষা হয়েছিল। বিস্ফোরক প্রাক্তন আইপিএস। নন্দীগ্রাম নিয়েও চাঞ্চল্যকর দাবি।
৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস। বিধি মেনে বেসরকারি স্কুলও খুলছে একদিনে।
প্রাক প্রাথমিক থেকে সপ্তম পর্যন্ত আপাতত পাড়ায় শিক্ষালয়ে ক্লাস। বিকল্প প্রস্তাব চাইছেন শিক্ষাবিদরা। ফি মকুবের দাবি বামেদের।
৭৫ শতাংশ উপস্থিতি নিয়ে সুইমিং পুল, অডিটোরিয়াম, সিনেমা হল, রেস্তোরাঁ থেকে ট্রেন, মেট্রোয় অনুমতি। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাত ১১টা থেকে ভোর ৫টা কড়াকড়ি।
আজ থেকে ফের খুলছে সব পর্যটন কেন্দ্র। বেঙ্গালুরু ছাড়া সপ্তাহে ৭দিনই কলকাতা থেকে মুম্বই-দিল্লি উড়ান। আজ থেকেই মেট্রোয় ফের টোকেন।
রাজ্যে সংক্রমণ কিছুটা কমলেও, মৃত্যুতে রইল উদ্বেগ। টানা ১৭দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু, শুধু উঃ ২৪ পরগনাতেই ১৩। কলকাতায় ৫জনের মৃত্যু।
১০৮টি পুরসভায় ভোট হবে ২৭ ফেব্রুয়ারিতেই। বিজেপির দাবি খারিজ করে দাবি রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। ৩ তারিখ বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা।