Abhisekh Banerjee: ইডির প্রেস রিলিজে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম

Continues below advertisement

গতকাল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। 

এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, অভিষেকের পক্ষে অভিষেক মনু সিঙ্ঘভি

মামলা বিচারাধীন থাকাকালীন কোনও কড়া পদক্ষেপ না করার আর্জি জানান। 

ইডিকে পদক্ষেপ না নিতে নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়।

তখন বিচারপতি অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করেন, 

ইডির আইনজীবীর মৌখিক প্রতিশ্রুতির ভিত্তিতে ইডি আধিকারিকরা এই মামলায় শুরু থেকে কোনও কড়া পদক্ষেপ করেননি। এই মামলায় শেষ মুহূর্তে কেন নতুন শব্দবন্ধ নির্দেশনামায় লিখতে যাব? 

তখন অভিষেকের আইনজীবী বলেন, 

ইসিআইআর খারিজের দাবিতে যখন মামলা চলছে সেই মুহূর্তে ১০ ই সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নতুন করে সমন পাঠানো হয়েছে। ১৩ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। তাঁর বিশেষ একটি বৈঠকও রয়েছে। তাঁকে গ্রেফতার করা হতে পারে। এই ধরণের হয়রানির মানে কি? 

তখন ইডির আইনজীবী বলেন,

সমন পাঠানো মানে কড়া পদক্ষেপ নয়। তিনি অভিযুক্ত নন। ইডির কিছু প্রশ্ন রয়েছে, তাই তাকে ডেকে পাঠানো হয়েছে। সমন পাঠানোর ক্ষেত্রে ইডির কোনও বাধা নেই। গ্রেফতার করতে কোনও সমনের দরকার নেই। ইডি যখন ইচ্ছা গিয়ে গ্রেফতার করতে পারে। গ্রেফতারির জন্য সমন পাঠানো হয়েছে এই আশঙ্কা অমূলক। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশে বিচারপতি এও বলেন,

আপনি এমন কিছু নির্দেশনামার উল্লেখ করেছেন যা আপনার বিপক্ষে যেতে পারে।

 

ইডির প্রেস রিলিজে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম
'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্র'
'লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে সুজয়কৃষ্ণর নিয়ন্ত্রণাধীন কোম্পানি এসডি কনসাল্টেন্সির যোগ'
'লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে এসডি কনসাল্টেন্সির কাজ পরিচালনা করা হত'
'অফিস ব্যবহারের পরিবর্তে লিপস অ্যান্ড বাউন্ডসকে মোটা টাকা দেওয়া হয়'
'যুব তৃণমূলের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আর্থিক বিষয় দেখাশোনা করতেন সুজয়কৃষ্ণ'
ইডির চার্জশিটে উল্লেখ

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram