Abhishek Banerjee: 'পশ্চিমবঙ্গে বিজেপির হতাশাজনক পরাজয়, গত ৩ অর্থবর্ষে এক পয়সাও বরাদ্দ নেই বাংলায়' : অভিষেক

Continues below advertisement

'২০১৪ ক্ষমতায় আসার আগে বিজেপি আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়েছিল। এই বিজেপি প্রতারণা করেছে মানুষের সঙ্গে, কৃষকদের সঙ্গে। মূল্যবৃদ্ধি। একটা ভেজ থালির দাম ৮ শতাংশ বেড়েছে। এপ্রিল ২০২৪- ৪৩শতাংশ দাম বেড়েছে পেঁয়াজের। আমার কিন্তু প্রচুর ধৈর্য্য। 
গ্য়াসের দাম বৃদ্ধি। ৬৩% শতাংশের বেশি মানুষ দিনে ৮৩০ টাকার কম রোজগার করে। উত্তরপ্রদেশ সর্বোচ্চ পরিমাণ দলিতদের উপর হিংসা। 
বিজেপির একজন মুসলিম সাংসদ নেই। ডায়ভারসিটি শুধু পতাকার নয়, এটা সংসদে থাকার কথা। মানুষ দেড় ঘণ্টার ভাষণ চায় না, চাকরি চায়। পশ্চিমবঙ্গের কন্য়াশ্রীকে UN পুরস্কৃত করেছে। চেয়ারম্য়ান বললেন, যারা এখানে নেই তাদের নিয়ে টিপ্পনি না করতে। মমতা ব্যানার্জি কি এই সংসদের সদস্য? স্পিকারের উদ্দেশে - আপনি ওদেরকে ক্ষমা চাইতে বলুন। বাংলার ভীবমূর্তি নষ্টের লাগাতার চেষ্টা। চলছে। ২০২১-এ বাংলায় হারার পর মনরেগায় কতটাকা দিয়েছেন? আমি অর্থমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানাচ্ছি। ' মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram