ভিন রাজ্য থেকে গঙ্গা দিয়ে মালদায় মৃতদেহ, কী পদক্ষেপ সরকারের? জানালেন এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে

Continues below advertisement

ভিন রাজ্য থেকে গঙ্গা দিয়ে মালদায় মৃতদেহ ভেসে আসার খবর নিয়ে সরকার কী পদক্ষেপ নিচ্ছে? এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে। 

উত্তরপ্রদেশ হামিরপুর ও বিহারের বক্সায় সৎকার না করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে করোনায় মৃতদের দেহ। কিছু দেহ ভাসতে ভাসতে এসে পৌঁছে যাচ্ছে মালদায়। ফলে মালদা জেলাজুড়ে তৈরি হয়েছে সংক্রমণের আতঙ্ক। এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সরকারের তরফে ওই মৃতদেহগুলি জল থেকে তুলে সৎকারের ব্যবস্থা করা হচ্ছে। জেলার ডিএম, এসপি এবং সিএমওএইচ সুনির্দিষ্ট পরিকল্পনা করেছেন। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিম বিজ্ঞানসম্মতভাবে যাতে সংক্রমণ বা দূষণ না ছড়ায় সেই মতো ব্যবস্থা নিয়ে দেহ সৎকার করার জন্য প্রস্তুত রয়েছেন।

কাল কোচিবিহার সফর নিয়ে রাজ্যপালকে কড়া চিঠি দিলেন মুখ্য়মন্ত্রী। "রাজ্যপালের ব্যক্তিগত বা সরকারি সফর রাজ্যকে জানিয়ে করার নিয়ম। সোশাল মিডিয়ায় জানিয়ে শীতলকুচি ও অন্যান্য জায়গায় যাচ্ছেন রাজ্যপাল। কয়েক দশকের প্রথা ভেঙে জেলা সফর করছেন। আপনার এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক। রাজ্য প্রশাসনকে এড়িয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করা যায় না। ২৬ সেপ্টেম্বর দেওয়া পরামর্শও আপনি এড়িয়ে গেছেন। ক্রমাগতই সেই অনুরোধ আপনি অগ্রাহ্য করেছেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram