Music Therapy: কী জাদু সুরে, গানে! অপারেশনের যন্ত্রণা কমে?অনন্য উদ্যোগে এগিয়ে যাওয়া 'ঠাকুর' ডাক্তারের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP LIVE Exclusive: অপারেশন থিয়েটার। পরিবেশ গুরুগম্ভীর নি:সন্দেহে। তবে, সেই আবহে অনাবিল আনন্দ দিয়ে যাচ্ছে গিটার, সুর, গান। অপারেশন টেবিলে রোগী কখনও গাইছেন, কখনও শুনছেন। অন্যদিকে অবশ্য নিজের কাজ করে চলেছে ছুরি-কাঁচি। বিদেশে এ ধরনের ছবি খুব একটা অপরিচিত নয়। কিন্তু শহর কলকাতায়? অপারেশনের সময়, ওয়ার্ডে চিকিৎসার সময় গানে, সুরে যন্ত্রণা কমে? উপশম হয়? এ প্রশ্ন নিয়ে এবিপি লাইভ হাজির হয়েছিল শহরের গুণী অর্থোপেডিক শল্যচিকিৎসক সুমন্ত ঠাকুরের কাছে । দেখে এল তাঁর অভিনব সে কর্মকাণ্ড। কেন এক ঠাকুর রোগীদের প্রাণের ঠাকুর হয়ে উঠছেন, নানা অভিজ্ঞতার ঝুলি উপুড় করলেন। বাগুইহাটি থেকে এবিপি লাইভের রিপোর্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram