Music Therapy: কী জাদু সুরে, গানে! অপারেশনের যন্ত্রণা কমে?অনন্য উদ্যোগে এগিয়ে যাওয়া 'ঠাকুর' ডাক্তারের | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP LIVE Exclusive: অপারেশন থিয়েটার। পরিবেশ গুরুগম্ভীর নি:সন্দেহে। তবে, সেই আবহে অনাবিল আনন্দ দিয়ে যাচ্ছে গিটার, সুর, গান। অপারেশন টেবিলে রোগী কখনও গাইছেন, কখনও শুনছেন। অন্যদিকে অবশ্য নিজের কাজ করে চলেছে ছুরি-কাঁচি। বিদেশে এ ধরনের ছবি খুব একটা অপরিচিত নয়। কিন্তু শহর কলকাতায়? অপারেশনের সময়, ওয়ার্ডে চিকিৎসার সময় গানে, সুরে যন্ত্রণা কমে? উপশম হয়? এ প্রশ্ন নিয়ে এবিপি লাইভ হাজির হয়েছিল শহরের গুণী অর্থোপেডিক শল্যচিকিৎসক সুমন্ত ঠাকুরের কাছে । দেখে এল তাঁর অভিনব সে কর্মকাণ্ড। কেন এক ঠাকুর রোগীদের প্রাণের ঠাকুর হয়ে উঠছেন, নানা অভিজ্ঞতার ঝুলি উপুড় করলেন। বাগুইহাটি থেকে এবিপি লাইভের রিপোর্ট।
Continues below advertisement