Jagdeep Dhankar: আমার মনে হয় সরকারের সঙ্গে তাঁর কোনও একটা সমস্যা চলছিল: অধীর

ABP Ananda LIVE : উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে দেওয়া চিঠিতে তিনি "স্বাস্থ্যকে অগ্রাধিকার" দেওয়ার কথা জানিয়েছেন। তাঁর উপ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা প্রসঙ্গে অধীর চৌধুরি বলেন, 'আমার মনে সরকারের সঙ্গে তাঁর কোনও একটা সমস্যা চলছিল'। 

 

মধ্যমগ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর, পুলিশ কিয়স্কে ভাঙচুর উত্তেজিত জনতার

সোমবার ছিল ২১ শে জুলাই। বিধানসভা ভোটের আগে তৃণমূলের শেষ শহিদ দিবস ঘিরে প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্য়েই বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসেছেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। শেষ পর্বের প্রস্তুতিও চলছে জোরকদমে। এদিন সকালেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মধ্যমগ্রামে। যা নিয়ে তুলকালাম পরিস্থিতি। জানা গিয়েছে, একটি গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছে ওই বাইক আরোহীর। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী। চালককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে এই ঘটনার পরই তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।  পুলিশের কিয়স্কে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।  এদিকে, এই ঘটনার জেরে প্রায় একঘণ্টা অবরুদ্ধ থাকে যশোর রোড। স্থানীয়দের অভিযোগ, পুলিশের টাকা তোলার জন্যই দুর্ঘটনা ঘটেছে।       

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola