TMC News: একুশের মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সি ও নির্বাচন কমিশনকে আক্রমণ শানাল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব

ABP Ananda LIVE: বিজেপিকে বোল্ড আউট, সিপিএমকে মহাশূন্য়ে বিলীনের হুঁশিয়ারির পাশাপাশি, একুশের মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সি ও নির্বাচন কমিশনকে আক্রমণ শানাল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগকে ব্য়বহার করে, দুর্গাপুজোর কমিটিগুলোকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।


'মমতা হাইজ্যাক করে একুশে জুলাই করেছেন', তোপ অভিজিতের, পাল্টা কী বললেন কল্যাণ?

তৃণমূলের একুশের সমাবেশ নিয়ে তোপ দাগলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে একুশে জুলাই করেছেন। একুশে জুলাইয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব বিষয়েই মিথ্যাচার করেন, এব্যাপারেও সেরকম একটা মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। আমরা যারা রাজনৈতিক খবরাখবর রাখি বহু দিন ধরে,  আমরা এটাকে কোনও গুরুত্ব দিই না।  ডেকে এনে, লোকজন ভাড়া করে এনে, বাস এনে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, যদি লোকজন আসে, তাতে কী আছে.... এবারে তো আমরা ক্ষমতায় আসব বলেই মনে করি। ' এদিন এর পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওতো কিছু জানেই না। ও তো ছিল সিপিএম এর লোক।  ওতো কার্ল মার্কসের ছবি ঝুলিয়ে ঘুরে বেড়াতো। আমরা তখন যুব কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিলেন....অভিজিৎ আবার.. রাজনীতির কিছু বোঝে নাকি ?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola