Interim Budget 2024: অন্তর্বর্তী বাজেট নিয়ে তোপ অধীর-শত্রুঘ্নর, বেকারত্ব নিয়ে খোঁচা। ABP Ananda Live

Continues below advertisement

চমক ছাড়াই ভোটের আগে দ্বিতীয় মোদি (Narendra Modi) সরকারের শেষ বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটে (Interim Budget) আয়কর অপরিবর্তিত, নারী ক্ষমতায়নে জোর। ৫ বছরে ১ কোটি থেকে বাড়িয়ে ২ কোটি  'লাখপতি দিদি’ করার লক্ষ্যমাত্রা। 'সব আশাকর্মীকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগামী ৫ বছরে আরও ২ কোটি বাড়ির তৈরির ঘোষণা, রেলের ৪০ হাজার সাধারণ কোচকে বন্দে ভারতের আওতায় আনার ঘোষণা, এই বাজেট উন্নত ভারতের ভিত্তি,' বললেন প্রধানমন্ত্রী। বাজেটকে কটাক্ষ তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার। 'বেকারত্ব, কর্মসংস্থান, আয় নিয়ে কোনও দিশা নেই', বিজেপিকে তোপ অধীর চৌধুরীর (Adhir Chowdhury)।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram