Adtiya L-1: চাঁদের পর এবার সূর্য, আদিত্য এল ওয়ানের সফল উৎক্ষেপণ | ABP Ananda LIVE

Continues below advertisement

চাঁদের পর এবার সূর্য, আদিত্য এল ওয়ানের সফল উৎক্ষেপণ।  মিশন সফল, জানালেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। কাঙ্খিত কক্ষপথে মহাকাশযানকে স্থাপিত করা গিয়েছে, জানাল ইসরো। ইসরোর বিজ্ঞানী-ইঞ্জিনিয়রদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। ৪ মাসে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার সফর। ৫ বছর ধরে চলবে সৌর নজরদারি। সূর্যের বায়ুমণ্ডলে পরীক্ষা চালাবে আদিত্য এল ওয়ান। নজরে সৌরজগতের সৃষ্টি রহস্য। ল্যাগরাঞ্জ পয়েন্টে দাঁড়িয়ে অতি বেগুনি রশ্মির প্রভাবে নজর রাখবে সূর্যযান। চাঁদ ছোঁয়ার ১০দিনের মাথায় সূর্যের দেশে পাড়ি, ইসরোর মুকুটে নয়া পালক

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram