Raj bhavan: রাজভবনের সামনে আচমকা দণ্ডি কেটে প্রতিবাদ বিক্ষোভ
Continues below advertisement
রাজভবনের (Rajbhavan) সামনে আচমকা দণ্ডি কেটে প্রতিবাদ (Protest )-বিক্ষোভ। তৃণমূলের (TMC) বিরুদ্ধে হেনস্থার অভিযোগে দণ্ডি কেটে রাজ্যপালের (Governor CV Anand Bose) দৃষ্টি আকর্ষণের চেষ্টা। দণ্ডি কাটলেন বর্ধমানের (Bardhaman) মেমারির বাসিন্দা দুই কংগ্রেস কর্মী (Congress)। কংগ্রেস করেন বলে গ্রামে তাঁদের তৃৃণমূলের নেতা কর্মীরা হেনস্থা করেন বলে অভিযোগ। তাঁদের সামাজিক বয়কটও করা হয় বলে দুই কংগ্রেস কর্মীর দাবি। তবে রাজ্যপালের সঙ্গে দেখা করার সুযোগ মেলেনি, টেনে-হিঁচড়ে তাঁদের সরিয়ে দিয়েছে পুলিশ।
Continues below advertisement
Tags :
Kolkata Agitation Bangla News Bangla News Live Rajbhawan ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Dondi