Ahmedabad Air India Plane Crash :'১০-১৫ সেকেন্ড ওখানে থাকলে বাঁচতাম না,'জানালেন আহত চিকিৎসক পড়ুয়া

ABP Ananda LIVE : গতকাল মেডিক্য়াল হস্টেলে যখন বিমান আছড়ে পড়ে, তখন জুনিয়র ডাক্তাররা দুপুরের খাবার খাচ্ছিলেন। অনেকেই প্রাণে বাঁচতে নীচে ঝাঁপ দিয়েছিলেন। তাঁদের মধ্য়েই একজনের সঙ্গে আজ কথা বলেছি আমরা। পাশাপাশি এই প্রতিবেদনে দেখাব, আতঙ্কে সবাই এখন ওই অভিশপ্ত হস্টেল ছেড়ে চলে যাচ্ছেন।কীভাবে উড়ানের পরেই বিমান বিপর্যয় ? একদিন পরেও রহস্য রয়ে গেছে। আমদাবাদ বিমান দুর্ঘটনায় খোঁজ মিলেছে ডিজিটাল ভিডিও রেকর্ডারের। তা বিশ্লেষণ করে দেখা হবে দুর্ঘটনার আগে কী অবস্থা ছিল বিমানের। ডিজিটাল ভিডিও রেকর্ডারেই কি লুকিয়ে রয়েছে এই বিমান দুর্ঘটনার রহস্য ? উদ্ধার দুর্ঘটনাগ্রস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স। খোঁজ চলছে আরও একটি ব্ল্যাক বক্সের। ব্ল্যাক বক্সের মধ্যেই থাকে ফ্লাইট ডেটা রেকর্ডার। উদ্ধার ককপিট ভয়েস রেকর্ডার । ভেঙে পড়ার পরেই বিমানে আগুন, মনে করছেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে চলছে কাটাছোঁড়া।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola