Air India:'আমার বোন চলে গেল, সব শেষ হয়ে গেল',কান্নায় ভেঙে পড়লেন বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীর আত্মীয়
ABP Ananda LIVE : আমদাবাদ বিপর্যয়ে মৃত্য়ুমিছিল। বিমানে থাকা দুশো বিয়াল্লিশজনের মধ্য়ে, একজন ছাড়া বাকি সবার মৃত্য়ু হয়েছে। বিমান আছড়ে পড়ে মারা গিয়েছেন আরও চব্বিশ জন, সবমিলিয়ে বেঘোরে প্রাণ হারালেন, দুশো পঁয়ষট্টিজন! দেশজুড়ে এখন স্বজনহারাদের হাহাকার। ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী।
গুজরাতে বিমান বিপর্যয়; দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা
ভয়াবহ বিমান দুর্ঘটনা ঝলসে মৃত্যু একের পর এক প্রাণের। এদিন আমদাবাদে গিয়ে দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি যান আমদাবাদের সিভিল হাসপাতালে।আমদাবাদে বিমান বিপর্যয়। এদিন সকালে বিমান ভেঙে পড়ার জায়গা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। কথা বললেন আধিকারিকদের সঙ্গে। দুর্ঘটনাস্থলে ২০ মিনিট ছিলেন প্রধানমন্ত্রী। বিমান দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে যান মোদি। হাসপাতালে বিমান দুর্ঘটনায় আহত চিকিৎসক-পড়ুয়ারা ভর্তি রয়েছেন। ১০ মিনিট আহতদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। গতকাল এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বোয়িং ড্রিমলাইনার ভেঙে পড়েছিল ডাক্তারি পড়ুয়াদের হস্টেলের ওপর। মৃত্যু হয় ২৪ জন চিকিৎসক-পড়ুয়ার। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। আহত অবস্থায় আরও ৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন।