Air India: আমদাবাদে বিমান দুর্ঘটনার জের, এয়ার ইন্ডিয়ার ৩ আধিকারিককে অপসারণের নির্দেশ

ABP Ananda LIVE : আমদাবাদে বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার ৩ আধিকারিককে অপসারণের নির্দেশ। আধিকারিকদের অপসারণের নির্দেশে DGCA-র। যে আধিকারিকদের অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে আছেন ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট। ৩ আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু করতে বলা হয়েছে। এয়ার ইন্ডিয়াকে এই নির্দেশ দিয়েছে DGCA ।

 

 

হাওড়া থেকে অপহৃত নৈহাটির বাসিন্দা, বোলপুরে দেহ উদ্ধার

হাওড়া থেকে অপহৃত নৈহাটির বাসিন্দা, বোলপুরে তাঁর দেহ উদ্ধার হয়। CC ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করে ১ জনকে গ্রেফতার করেছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ধৃত অভিষেক সোনকর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা। 
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি নিহতের পরিচিত। অভিযোগ, বৃহস্পতিবার হাওড়া পুলিশ কমিশনারেটের সামনে থেকে অনিমেষ মিত্রকে বাইকে তুলে অপহরণ করা হয়। বাইকে ২ জনের মাঝখানে বসেছিলেন অনিমেষ। তিনি ফোরশোর রোডের বিস্কুট কারখানার অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। শুক্রবার বোলপুরে তাঁর গামছা দিয়ে মুখ বাঁধা দেহ উদ্ধার হয়। কারখানার ১ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে ব্যাঙ্কে যাওয়ার সময় অপহরণ, টাকা লুঠের জন্যেই অপহরণ করে খুন বলে সন্দেহ নৈহাটির বিধায়কের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola