Air India Crash : 'আকাশে ওঠার পর জানলা দিয়ে দেখি...' ! দুর্ঘটনার আগে ভয়াবহ অভিজ্ঞতা যাত্রীর
ABP Ananda LIVE : আপনাদের মনে থাকবে, গতকাল এই অনুষ্ঠানেই, আকাশ বৎস নামে এক বিমানযাত্রীর সোশাল মিডিয়া পোস্ট আপনাদের দেখিয়েছিলাম। লন্ডনের উদ্দেশে ওড়ার ঠিক দুঘণ্টা আগে, এয়ার ইন্ডিয়ার ওই বিমানেই তিনি দিল্লি থেকে আমদাবাদ এসেছিলেন। ভিডিও পোস্ট করে তিনি দাবি করেছিলেন, বিমানযাত্রার সময়ই বেশকিছু অস্বাভাবিক জিনিস দেখেছিলেন! যেখানে বেশ কিছু যন্ত্র কাজই করছিল না। আজ সেই আকাশ বৎসের সঙ্গেও কথাও বলেছি আমরা। তবে শুধু আকাশ বৎস নয়, সম্প্রতি ড্রিমলাইনারে চাপা অন্য় বিমানযাত্রীরাও, রক্ষণাবেক্ষণ নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তুলছেন।বিশ্বের বড়বড় এয়ারলাইন্স যে ড্রিমলাইনার ব্য়বহার করে, যা এর আগে কোনওদিন ভেঙে পড়েনি তাই এভাবে ধ্বংস হয়ে গেল কী করে? এই প্রশ্ন যখন জোরাল হচ্ছে, তখনই বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ভাইরাল হয় একটা ভিডিও। যেখানে আকাশ বৎস্ নামে এক যাত্রী, দাবি করেন, আমদাবাদ থেকে ওড়ার ঘণ্টা দুয়েক আগে তিনি ওই বিমানেই ছিলেন। সোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে, বিমানে নানা অবস্থার অভিযোগ তোলেন তিনি।তিনি বলেন, এটা ড্রিমলাইনার ৭৮৭। প্রচণ্ড ঘামছি। ১৫ মিনিট এভাবেই রয়েছি। কিছুই করা হচ্ছে না। কোনও কিছু কাজ করছে না। জানি না, কেন এই বিমানে টিকিট কাটলাম। আড়াই তলার যে বিমান তার স্টেট অফ দ্য় আর্ট সজ্জার জন্য় পরিচিত, সেখানে এই হাল! সোশাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওতে আকাশ বৎস নামে ওই বিমান যাত্রী তার ভয়া অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, 'বিমানে এসি কাজ করছে না। অনেকে ম্য়াগাজিন দিয়ে হাওয়া করছে। এসি কাজ করছে না। স্ক্রিনও কাজ করছে না। কেবিন ক্রু-দের ডাকার এই বাটনগুলোও কাজ করছে না। আলোও জ্বলছে না। এই পরিষেবা দেওয়া হচ্ছে আমাদের। এই জন্য়ই এয়ার ইন্ডিয়াকে জঘন্য় উড়ান সংস্থাগুলোর একটা বলে ধরা হয়। এখনও এসি কাজ করছে না। আজ দিল্লিতে ভীষণ গরম।'