Air India Plane Crash: ‘রাখে হরি মারে কে’, আমদাবাদে বিমান দুর্ঘটনায় রক্ষা পেলেন ১

ABP Ananda LIVE: আমদাবাদে বিমান দুর্ঘটনায় রক্ষা পেলেন এক যাত্রী। ২৪২ জনই মারা গিয়েছেন বলে খবর মিলেছিল প্রথমে। এবার জানা গেল, একজন প্রাণে বেঁচে গিয়েছেন। সংবাদ সংস্থা ANI এই খবর সামনে এনেছে। জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি। হেঁটে অ্যাম্বুল্যান্সে উঠতেও দেখা যায় তাঁকে। (Ahmedabad Plane Crash)।রক্ষা পাওয়া ব্যক্তিকে বিশ্বাসকুমার রমেশ নামে শনাক্ত করা গিয়েছে। জানা গিয়েছে, তিনি বিমানের 11A আসনে বসে ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু হলে, হেঁটেই অ্যাম্বুল্যান্সে উঠতে দেখা যায় তাঁকে। আমদাবাদের কমিশনার জিএস মালিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ঠিকঠাক হতাহতের সংখ্যা জানা যাচ্ছে না। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ একটি বিল্ডিংয়ের উপরে আছড়ে পড়ে বিমানটি। (Air India Plane Crash)।এই মুহূর্তে আসরওয়া সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন রমেশ। ৪০ বছর বয়সি রমেশ নিজেই বেঁচে ফেরার কথা জানান। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "উড়ানের ৩০ সেকেন্ড পর তীব্র শব্দ শুনতে পেলাম। এর পরই আছড়ে পড়ে বিমানটি। সবকিছু দ্রুত ঘটে গেল।" রমেশের বুকে, চোখে এবং পায়ে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola