Air India : আমদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার

ABP Ananda LIVE : বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশ... আমদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দরের তেইশ নম্বর রানওয়ে থেকে, লন্ডনের উদ্দেশে সবে উ়ড়েছিল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার-৭৮৭। আর উড়ানের ৫ মিনিটের মধ্য়ে ভেঙে পড়ে সেই উড়ান। মুহূর্তে শেষ ২৪১ জনের জীবন। বরাতজোরে বেঁচে গিয়েছেন ১ জন। বিমান ভেঙে পড়ায় ব্য়াপক ক্ষতিগ্রস্থ হয় আমদাবাদের সিভিল হাসপাতালের হস্টেল, ক্য়ান্টিন। বেশ কয়েকজন চিকিৎসক পড়য়ার মৃত্য়ু হয়েছে বলেও খবর। বৃহস্পতিবার দুপুর ১টা বেজে ৩৯ মিনিটে বিমানটি ভেঙে পড়ে। বিমানে ২৪২ জন যাত্রী সওয়ার ছিলেন। কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। বসতি এলাকার বেশকিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই বিমানেই সওয়ার ছিলেন বিজয়। কয়েক জন শিশুও ছিল বিমানে। দুই পাইলট-সহ বিমানকর্মীর সংখ্যা ছিল ১২।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola