Air India: উড়ান শুরুর আগেই সব শেষ,সেই মুহূর্তের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন প্রত্যক্ষদর্শীরা

ABP Ananda LIVE : দুর্ঘটনার পরপরই একটা ছবি ভাইরাল হয়েছিল। একটা বাড়ির কান ঘেঁষে উড়ে যাচ্ছে অভিশপ্ত বিমান। কিন্তু উড়ান শুরুর আগেই সব শেষ... ২৪২ জনকে নিয়ে মুখ থুবড়ে পড়ল ড্রিমলাইনার... যে বাড়ির ছাদ থেকে দুর্ঘটনার মুহূর্তের ছবি ক্য়ামেরাবন্দি হয়েছিল, সেই বাড়ির ছাদে পৌঁছে গেছে এবিপি আনন্দর প্রতিনিধি। সেই মুহূর্তের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বাড়ির বাসিন্দারা।স্বপ্নের ড্রিমলাইনারই বৃহস্পতিবারের পর হয়ে উঠেছে দুঃস্বপ্নের আরেক নাম! আমদাবাদের ভয়াবহ বিপর্যয়ে নিমেষে শেষ হয়ে গেছে ২৬৫টা প্রাণ। উদ্ধারকারী দলের সদস্য বলেন,  চিনতেই পারছিলাম না। যে এরা আমাদের সহকর্মীরা। চিনতেই পারছিলাম না। একটা টুকরো এদিকে। আরেকটা টুকরো ওদিকে। বোয়িং ড্রিমলাইনারকে সবাই বেছে নেন মূলত দু'টো কারণে। নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য়। কিন্তু বোয়িংয়ের সেই অত্য়াধুনিক বিমান, ৭৮৭-৮ ড্রিমলাইনার এরকম ডেডলি হয়ে উঠল কী করে? 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola