Air India Plane Crash : কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ? কী জানাচ্ছেন ক্যাপ্টেন সুমন্ত্র রায়চৌধুরী

ABP Ananda LIVE :আমদাবাদ বিমান দুর্ঘটনায় বিমান ওড়ার কয়েক সেকেন্ডের মধ্য়েই, আমদাবাদ বিমানবন্দর লাগোয়া একটা মেডিক্য়াল কলেজের হস্টেলে মুখ থুবড়ে পড়েছে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান। দুর্ঘটনার পিছনে কী আছে, তা নিয়ে নানা তত্ত্ব সামনে আসছে। কিন্তু এরকম পরিস্থিতি যদি কখনও আমাদের কলকাতা বিমানবন্দরে হয়? আমার সহকর্মী ময়ূখ ঠাকুর চক্রবর্তীর প্রতিবেদনে যা উঠে এল, তা কিন্তু রীতিমতো উদ্বেগের! ঠিক কী কারণে উঠল আমদাবাদের ভয়ঙ্কর বিমান বিপর্যয়। যান্ত্রিক ত্রটি, নাকি পাখির ধাক্কায় ইঞ্জিন ফেলিওর ? সামনে একাধিক বহুতল না থাকলে এড়ানো যেত মৃত্য মিছিল? উত্তর মেলেনি কোনও প্রশ্নের । বিমান নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন ওঠার মাঝে উঠে এসেছে আরোক প্রশ্ন, কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ? আমদাবাদের মতো বিপর্যয় ঘটলে কী হবে ? কী জানাচ্ছেন ক্যাপ্টেন সুমন্ত্র রায়চৌধুরী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola