Al-Qaeda Militant Arrest: মুর্শিদাবাদে ধৃত জঙ্গির বাড়িতে লেদ মেশিন কেন? গোপনে তৈরি হতো আগ্নেয়াস্ত্র?
Continues below advertisement
গোপন কুঠুরির পর মুর্শিদাবাদের রানিনগর থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে ধৃত আবু সুফিয়ানের বাড়িতে পাওয়া গেছে লেদ মেশিন। তদন্তকারীদের সন্দেহ, এই মেশিনে তৈরি হত দেশি আগ্নেয়াস্ত্র, বুলেটপ্রুফ জ্যাকেট। এনআইএ-র আধিকারিকদের বক্তব্য, এই লেদ মেশিন আবু সুফিয়ান নিজের হাতেই তৈরি করেছিল। এই মেশিনের কিছু যন্ত্রাংশ সন্দেহভাজনরা লুকিয়ে রেখেছে। কিন্তু গোয়েন্দারা একরকম নিশ্চিত, যে এমন একটা নয়, একাধিক যন্ত্রের অস্তিত্ব রয়েছে।
Continues below advertisement