Alapan Bandyopadhyay: আলাপনকে হুমকি দিয়ে চিঠি, তদন্তে রাজাবাজারে সায়েন্স কলেজে গোয়েন্দারা| Bangla News

Continues below advertisement

আলাপনকে হুমকি চিঠি, মামলা রুজু। হেয়ার স্ট্রিট থানায় একাধিক ধারায় মামলা। ১৭০, ৫০০, ৫০৬ ও ৪১৯ ধারায় মামলা।  হুমকি-চিঠি আসে আলাপনের স্ত্রী-র কাছে। চিঠির বিষয় জানার পর তৎপর রাজ্য সরকার। আলাপনের নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য। আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) স্ত্রীকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় এবার রাজাবাজারে সায়েন্স কলেজে গেলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিক। চিঠিতে যে দু'জনের নাম ছিল সেই বিষয় তদন্ত করে এদিন রাজাবাজার সায়েন্স কলেজে যান আধিকারিকরা। এখনও ঘটনার নেপথ্যে কারা তা জানা যায়নি। প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram