৬ মাস বন্ধ থাকার পর ২ অক্টোবর খুলছে রাজ্যের সমস্ত চিড়িয়াখানা
Continues below advertisement
প্রায় ৬ মাস বন্ধ থাকার পর আগামী ২ অক্টোবর থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত চিড়িয়াখানা। ২৩ সেপ্টেম্বর খুলছে জঙ্গল পর্যটন। তবে করোনা পরিস্থিতিতে, থাকছে একগুচ্ছ বিধিনিষেধ। করোনা আবহে গত ১৭ মার্চ বন্ধ হয়ে গিয়েছিল রাজ্যের সমস্ত চিড়িয়াখানা। তবে, করোনা আবহে সর্বসাধারণের জন্য থাকছে একগুচ্ছ বিধিনিষেধ। যেমন, আলিপুর চিড়িয়াখানায় সর্বাধিক ৫ হাজার জন প্রবেশ করতে পারবেন। দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে প্রবেশ করতে পারবেন সর্বাধিক ২ হাজার জন। শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে প্রতিদিন ৩০০ জনের বেশি প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
Continues below advertisement