আলোক আনন্দ ২০২০: প্রদীপের মালায় সাজিয়ে শ্যামা মায়ের আরাধনা, এবিপি আনন্দর আলোক আনন্দ সেরা পুজোর সম্মান পেল মাস্টারদা ক্লাবের পুজো
Continues below advertisement
৭১ বছরে পা বাঁশদ্রোণীর সূর্যনগরের মাস্টারদা ক্লাবের পুজোর। প্রদীপের মালায় সাজিয়ে শ্যামা মায়ের আরাধনা। এবিপি আনন্দর আলোক আনন্দ সেরা পুজোর সম্মান পেল মাস্টারদা ক্লাবের পুজো।
টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির। এবার ২৬১ বছরে পা দিল এই পুজো। এই পুজোর বিশেষত্ব হল, কালীপুজোর দিন কুমারী পুজো হয়। ২০০৯ সাল থেকে শুরু হয়েছে এই কুমারী পুজো। কুমারী রূপে যাকে পুজো করা হয়, তাকে আনা হয় ঘোড়ার গাড়িতে। এদিন সারা রাত ধরে পুজো হবে। আমিষ, নিরামিষ, দুই রকম ভোগই দেওয়া হয়। ভোগে থাকে ১১ রকমের মাছ।
টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির। এবার ২৬১ বছরে পা দিল এই পুজো। এই পুজোর বিশেষত্ব হল, কালীপুজোর দিন কুমারী পুজো হয়। ২০০৯ সাল থেকে শুরু হয়েছে এই কুমারী পুজো। কুমারী রূপে যাকে পুজো করা হয়, তাকে আনা হয় ঘোড়ার গাড়িতে। এদিন সারা রাত ধরে পুজো হবে। আমিষ, নিরামিষ, দুই রকম ভোগই দেওয়া হয়। ভোগে থাকে ১১ রকমের মাছ।
Continues below advertisement
Tags :
ABP Ananda Alok Ananda Samman Bansdroni Suryanagar Master Da Club Kalipuja 2020 Kali Puja 2020 Alok Ananda 2020 Diwali 2020 ABP Ananda LIVE Abp Ananda