Amit Shah at Coochbehar: 'বাংলায় পিসি-ভাইপোর দুর্নীতি অবসানের পরিবর্তন যাত্রা', কোচবিহারের সভায় হুঙ্কার শাহের

বৃহস্পতিবার কোচবিহারে রাসমেলা ময়দান থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন অমিত শাহ। সেখানে এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "তৃণমূলের নেতারা জিজ্ঞাসা করছেন কী পরিবর্তন? এই পরিবর্তন বাংলায় পিসি-ভাইপো রাজ শেষ করার পরিবর্তন। হিংসার জায়গায় বাংলায় উন্নয়নের পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন সোনার বাংলা তৈরির পরিবর্তন। মমতাদিকে আপনারা অনেক সুযোগ দিয়েছেন। একবার নরেন্দ্র মোদিকে সুযোগ দিন, ৫ বছরে আমরা সোনার বাংলা তৈরি করে দেব।" 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola