গেরুয়া শিবিরে যোগ দিয়েই সুর চড়ালেন শুভেন্দু, দলবদল নিয়ে কে কী বললেন, কীই বা দাঁড়াল বঙ্গ বিধানসভার বর্তমান ছবিটা, দেখে নিন একঝলকে

Continues below advertisement
রাজ্য রাজনীতিতে গত কয়েক মাস ধরে বাড়তে থাকা জল্পনা থামল শনিবারের বারবেলায়। গেরুয়া টিকা পড়ে বিজেপি (BJP)-তে যোগ দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অমিত শাহের (Amit Shah)-এর হাত থেকে নিলেন পতাকা। সঙ্গে এক ঝাঁক অনুগামী। কেউ সাংসদ, কেউ বিধায়ক, কেউ প্রাক্তন মন্ত্রী। বিধানসভা ভোটের আগে তৃণমূলকে (TMC)-কে জোর ধাক্কা দিল বিজেপি। অমিত শাহের সফরেই হল মেগা দল বদল। একসঙ্গে সাত বিধায়ক ও এক সাংসদকে তৃণমূল থেকে ভাঙিয়ে নিল বিজেপি। বামফ্রন্টের ২ ও কংগ্রেসের ১ বিধায়কও গেলেন গেরুয়া শিবিরে। যা নিয়ে মঞ্চ থেকেই অমিত শাহের কটাক্ষ, এ তো সবে শুরু, ২১-র ভোটের আগে তৃণমূলই সাফ হয়ে যাবে।
যোগ দিয়েই সভামঞ্চ থেকে শুভেন্দু বললেন, কলকাতা ও দিল্লিতে একই দলের সরকার না হলে বাংলা বাঁচবে না। যদিও গোটা বিষয়কে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ তৃণমূলও পাল্টা সুর চড়িয়েছে। দুর্নীতি লুকোতেই এই দলবদলের খেলা, কটাক্ষ বামেদের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram