পরিযায়ী ট্রেন নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা, মমতাকে পত্রবোমা অমিতের -- সকালের হেডলাইন্স
Continues below advertisement
১। এবার পরিযায়ী শ্রমিক নিয়েও সংঘাত। ঢুকতে দেওয়া হচ্ছে না ট্রেন। অসহযোগিতা, অবিচারের অভিযোগে মমতাকে পত্রবোমা অমিত শাহের। নীরব থেকে মিথ্যে ভাষণ, পাল্টা অভিষেক।
২। পরিযায়ী শ্রমিকদের ট্রেন নিয়ে ট্যুইট বিতর্কে রেল-রাজ্য। মহারাষ্ট্র থেকে ট্রেন আসতে অনুমতি না দেওয়ার অভিযোগ রেলের। আগেই অনুমতি, বিভ্রান্তির পাল্টা অভিযোগ রাজ্যের।
৩। সুরাতে ঘরে ফিরতে চাওয়া শ্রমিকদের ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। ছোড়া হল কাঁদানে গ্যাস। একই ছবি তামলনাড়ুতেও।
৪। ঔরঙ্গাবাদের পুনরাবৃত্তি এড়াল নলহাটি। ইন্সপেকশন কারের তৎপরতায় রেললাইন ধরে ঝাড়খণ্ড ফেরার পথে অল্পের জন্য শ্রমিকদের রক্ষা। পাঠানো হল পুনর্বাসন শিবিরে।
আরও শিরোনাম দেখুন -- সকালের হেডলাইন্স
২। পরিযায়ী শ্রমিকদের ট্রেন নিয়ে ট্যুইট বিতর্কে রেল-রাজ্য। মহারাষ্ট্র থেকে ট্রেন আসতে অনুমতি না দেওয়ার অভিযোগ রেলের। আগেই অনুমতি, বিভ্রান্তির পাল্টা অভিযোগ রাজ্যের।
৩। সুরাতে ঘরে ফিরতে চাওয়া শ্রমিকদের ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ। ছোড়া হল কাঁদানে গ্যাস। একই ছবি তামলনাড়ুতেও।
৪। ঔরঙ্গাবাদের পুনরাবৃত্তি এড়াল নলহাটি। ইন্সপেকশন কারের তৎপরতায় রেললাইন ধরে ঝাড়খণ্ড ফেরার পথে অল্পের জন্য শ্রমিকদের রক্ষা। পাঠানো হল পুনর্বাসন শিবিরে।
আরও শিরোনাম দেখুন -- সকালের হেডলাইন্স
Continues below advertisement
Tags :
Migrant Labourers COVID-19 India India Fights Corona Coronavirus Update India India Fights Coronavius Abp Ananda Mamata Banerjee Amit Shah