এক ডজন গল্প: আগামী সপ্তাহে বঙ্গ সফরে অমিত শাহ, আগামীকাল পাহাড়ে পৌঁছবেন রাজ্য়পাল, সঙ্গে অন্য খবর
Continues below advertisement
এক ডজন গল্প: আগামী সপ্তাহে বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৫ ও ৬ নভেম্বর সাংগাঠনিক বৈঠক করবেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। অমিত শাহের রাজ্য সফরকে কটাক্ষের সুর বিরোধীদের গলায়। বিমল গুরুং বনাম বিনয় তামাং। পাহাড়ে দু'পক্ষের লড়াইয়ে রাজনীতির পারদ ক্রমশ উর্ধ্বমুখী। এরই মধ্যে আগামীকাল পাহাড়ে পৌঁছাবেন রাজ্য়পাল জগদীপ ধনকর। বিধানসভা ভোটে সিপিএম-কংগ্রেসের জোটের সম্মতি। জোটে ছাড়পত্র দিল সিপিএম কেন্দ্রীয় কমিটি। কংগ্রেস-সহ সব ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে নির্বাচনী সমঝতা। তৃণমূলকে হারাতে নির্বাচনী সমঝতা করবে বামেরা। জোটে ছাড়পত্র দিয়ে বিবৃতি সিপিএম কেন্দ্রীয় কমিটির। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজের ৩১ নং গেটের একাংশ ভেঙে বিপত্তি। হু-হু করে বেরিয়ে যাচ্ছে হাজার হাজার কিউসেক জল। দ্রুত ব্যারাজের গেট মেরামতির নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী। উত্তর ২৪ পরগনার অশোকনগরে বধূকে কুপিয়ে খুন। খুনের পর পাতকুয়ায় ফেলা হল বস্তাবন্দি মৃতদেহ। খুনের অভিযোগে আটক মৃতার ননদ ও স্বামী। জমি বিবাদের জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। পাচারের হচ্ছে সন্দেহে গণবণ্টনে গম বোঝাই ১৭৫টি ট্রাক আটক উত্তর ২৪ পরগনার বসিরহাটে ঘোচাডাঙা সীমান্তে। ট্রাকে প্রায় ১৬ কোটি টাকার গম আছে বলে জানিয়েছে শুল্ক দফতর। সিআইডি তদন্ত চাইলেন জ্য়োতিপ্রিয় মল্লিক। 'ওরাই চুরি করেছে', পাল্টা আক্রমণ করলেন দিলীপ ঘোষ।
Continues below advertisement
Tags :
Binay Tamang Durgapur Barrage Jagdeep Dhankhar Bimal Gurung ABP Ananda LIVE Abp Ananda CPI(M) Congress Amit Shah