'ভাগ করে দেওয়া হয়েছে গাছ কাটা, বিদ্যুৎ-জল সরবরাহের কাজ, ৭ দিনে ফের কলকাতাকে সচল করার প্রচেষ্টা চলছে' জানালেন ফিরহাদ হাকিম
Continues below advertisement
এতো বড় বিপর্যয়ের জন্য কেউ প্রস্তুত ছিল না, ছোট পাম্পিং স্টেশন চালু করতে বলা হয়েছে সিইএসসিকে, বললেন ফিরহাদ হাকিম, তিনি বললেন ঘূর্ণিঝড়ে কলকাতায় সাড়ে ৫ হাজার গাছ পড়েছে| ৭ দিন সময় লাগবে কলকাতাকে সচল করতে| সিএসসির কাজের সুবিধার জন্য গাছ ঘিরে দেওয়া হবে| আজকের মধ্যে স্বাভাবিক করবে বিদ্যুৎ নিগম| খিদিরপুর, মোমিনপুর, সেন্ট্রাল অ্যাভিনিউ ছাড়া কোথাও জল জমে নেই| ভেঙে পড়া ল্যাম্প পোস্ট সরিয়ে দেওয়া হবে| টালিগঞ্জ, যাদবপুরে তার সরাতে দুইদিন সময় চেয়েছে সিইএসসি|
Continues below advertisement
Tags :
Eleectricity In Kolkata Kolkata Cyclone Effects West Bengal Amphan Effects ABP Live Cyclone Amphan Effects Cyclone Amphan Devastation Amphan Devastation Firhad Hakim Abp Ananda Cesc Kmc