উমপুন: শুধু দক্ষিণ ২৪ পরগনায় ১০ লক্ষ বাড়ি নষ্ট হয়ে গিয়েছে, বললেন মুখ্যমন্ত্রী
Continues below advertisement
ঝড় বিধ্বস্ত কাকদ্বীপ পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, বিভিন্ন জায়গায় মানুষ পানীয় জল পাচ্ছেন না, তাঁদের জন্য জলের প্যকেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কাকদ্বীপে প্রায় ৫৬ কিলোমিটার নদী বাঁধ ভেঙে গিয়েছে। শুধু দক্ষিণ ২৪ পরগনায় ১০ লক্ষ বাড়ি ভেঙে গেছে। দুর্গতদের জন্য কমিউনিটি কিচেন চালু করা হয়েছে, দরকার হলে আরও হবে। মুখ্যমন্ত্রী জানান, বেশি আহতদের ৫০ হাজার আর কম আহতদের ২৫ হাজার টাকা দেবে সরকার।
Continues below advertisement
Tags :
Amphan Cyclone Path Amphan Cyclone Updates Amphan Cyclone News Kakdwip Mamta Banerjee North 24 Pargana Amphan Updates Amphan Effect Amphan Abp Ananda Amphan Cyclone Meaning