আড়াই মাস পরেও ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ পূর্ব মেদিনীপুরের পটাশপুর ও কাঁথিতে
Continues below advertisement
আড়াই মাস পরেও ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ পূর্ব মেদিনীপুরের পটাশপুর ও কাঁথিতে| আজ সকালেই পটাশপুর ২ নম্বর ব্লক ও কাঁথি ৩ নম্বর ব্লকে বিডিও অফিসকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা| অভিযোগ, বারবার ফর্ম ভরার পরেও কোনও প্রকৃত প্রাপক তাঁদের প্রাপ্য ক্ষতিপূরণের টাকা পাননি| সুনির্দিষ্টভাবে ফর্ম ভরার দিন না জানানোয় বিভ্রান্তি তৈরি হয় বলেও অভিযোগ বিক্ষোভকারীদের| তাঁদের দাবি, ফর্ম ফিল আপের দিন নতুন করে ঘোষণা করতে হবে| বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করার দাবি জেলা প্রশাসনের|
Continues below advertisement